Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

 

সিটিজেন চার্টার

 

আর্থ-সামাজিক উন্নয়ন সেবা (সুদমুক্ত ঋণ)

 

 

কার্যক্রম

সেবা

সেবা গ্রহীতা

সেবা প্রাপ্তির সময়সীমা

সম্প্রসারিত পল্লী সমাজসেবা কার্যক্রম

পল্লী অঞ্চলের দরিদ্র জনগনের আর্থ- সামাজিক উন্নয়ণ, সচেতনতা বৃদ্ধি, উদ্বুদ্ধকরণ এবং দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ প্রদান

   ক ও খ শ্রেণীভুক্ত দরিদ্রতম ব্যক্তি অর্থাৎ যার মাথাপিছু বার্ষিক পারিবারিক আয় সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত

বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে

এসিডদগ্ধ প্রতিবন্ধীদের পুনর্বাসন কার্যক্রম

আর্থ- সামাজিক উন্নয়ণ ৫-২০ হাজার টাকা  ক্ষুদ্রঋণ প্রদান, সচেতনতা বৃদ্ধি উদ্বুদ্ধকরণ

এসিডদগ্ধ ও প্রতিবন্ধী ব্যক্তি যাদের বাৎসরিক আয় ৩০,০০০  টাকার নিচে।

বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে

আশ্রয়ন/আবাসন কার্যক্রম

২-১৫ হাজার টাকা পর্যন্ত ক্ষুদ্রঋণ প্রদান;  সঞ্চয় বৃদ্ধিকরণ, সচেতনতা বৃদ্ধি,  দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ প্রদান

নির্বাচিতআশ্রয়ন কেন্দ্রের বাসিন্দা

বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে

 

সামাজিক নিরাপত্তা বেষ্টনীমূলক সেবা

 

 

বয়স্ক ভাতা কার্যক্রম

সরকার কর্তৃক নির্ধারিত হারে বয়স্ক ভাতা প্রদান। জনপ্রতি মাসিক ৩০০ টাকা হারে ভাতা প্রদান।

উপজেলার ৬৫ বছর বা তদূর্ধ বয়সী হতদরিদ্র মহিলা বা পুরুষ, যার বার্ষিক গড় আয় অনূর্ধ ,০০০/- টাকা

বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে সর্বোচ্চ মাসের মধ্যে

বিধবা ও স্বামী পরিত্যক্তা ভাতা কার্যক্রম

সরকার কর্তৃক নির্ধারিত হারে বিধবা ও স্বামী পরিত্যক্তা ভাতা প্রদান। জনপ্রতি মাসিক ৩০০ টাকা হারে ভাতা প্রদান।

উপজেলার হতদরিদ্র বিধবা ও স্বামী পরিত্যক্তা মহিলা , যার বার্ষিক গড় আয় অনূর্ধ 30,000/- টাকা 

বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে সর্বোচ্চ মাসের মধ্যে

অসচ্ছল প্রতিবন্ধী ভাতা কার্যক্রম

 সরকার কর্তৃক নির্ধারিত হারে অসচ্ছল প্রতিবন্ধী ভাতা প্রদান। জনপ্রতি মাসিক ৩০০ টাকা হারে ভাতা প্রদান।

বছরের ঊর্ধে সকল ধরণের প্রতিবন্ধী ব্যক্তি যাদের বার্ষিক মাথাপিছু পারিবারিক আয় ২৪,০০০/- টাকার কম

বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে সর্বোচ্চ মাসের মধ্যে

 

প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি

প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিম্ন হারে উপবৃত্তির প্রদান

সরকার কর্তৃক অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত বছর বয়সের ঊর্ধে প্রতিবন্ধী ছাত্র-ছাত্রী, যাদের বার্ষিক মাথাপিছু পারিবারিক আয় ৩৬,০০০ (ছত্রিশ হাজার) টাকার নিচে

 বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে সর্বোচ্চ মাসের মধ্যে নতুন উপবৃত্তি গ্রহণকারী নির্বাচনসহ উপবৃত্তি বিতরণ এবং নিয়মিতভাবে শিক্ষাকালীন সময়ে

  ১ম-৫ম শ্রেণী     

 ৬ষ্ঠ--১০ম শ্রেণী        

  একাদশ- দ্বাদশ

 স্নাতক/ স্নাতকোত্তর 

: জনপ্রতি মাসিক ৩০০/- টাকা

: জনপ্রতি মাসিক ৪৫০/-     টাকা

: জনপ্রতি মাসিক ৬০০/-    টাকা

: জনপ্রতি মাসিক ১০০০/-টাকা

মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা

সরকার কর্তৃক নির্ধারিত হারে ভাতা প্রদান। প্রত্যেক মুক্তিযোদ্ধাকে মাসিক জনপ্রতি ২০০০ টাকা হারে ভাতা প্রদান।

 

 মুক্তিযোদ্ধা / মুক্তিযোদ্ধার বিধবা স্ত্রী,

 মুক্তিযোদ্ধা বলতে জাতীয়ভাবে প্রকাশিত ৪টি তালিকার কমপক্ষে দুটি তালিকায় অর্ন্তভুক্ত।

বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে সর্বোচ্চ মাসের মধ্যে নতুন ভাতাভোগী নির্বাচনসহ ভাতা বিতরণের ব্যবস্থা গ্রহণ

 

স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থাসমূহকে নিবন্ধন সহায়তা

 

 

স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থাসমূহ নিবন্ধন তত্ত্বাবধান

সংস্থার নামকরণের ছাড়পত্র প্রদান; ১৯৬১ সালের স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থাসমূহ (নিবন্ধন নিয়ন্ত্রন) অধ্যাদেশের () ধারায় বর্ণিত সেবামূলক কাযক্রমে আগ্রহী সংস্থার/প্রতিষ্ঠান/ বেসরকারি এতিমখানা/ক্লাব নিবন্ধন নিয়োত্রণে সহায়তা

স্বেচ্ছাসেবী সমাজকল্যাণমূলক কাযক্রমে আগ্রহী সংগঠন, প্রতিষ্ঠান, ক্লাব, সংস্থা, সমিতি ইত্যাদি।

 

আবেদনপত্র প্রাপ্তির পর ০৭ কর্ম দিবস

বেসরকারি এতিমখানায় ক্যাপিটেশন গ্রান্ট প্রদান

০৬-১৮ বছর বয়স পর্যন্ত এতিম শিশুদের প্রতিপালন

আনুষ্ঠানিক শিক্ষা বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদান

শিশুর পরিপূর্ণ বিকাশে সহায়তা

পুনর্বাসন স্বনির্ভরতা  অর্জনের লক্ষ্যে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা।

বেসরকারি এতিমখানার - বছর বয়সী এতিম অর্থাৎ পিতৃহীন বা পিতৃমতিৃহীন দরিদ্র শিশুর শতকরা ৫০ ভাগ শিশু।

 

বেসরকারি এতিমখানা কর্তৃক ক্যাপিটেশন গ্রান্টের আবেদন প্রাপ্তির  পর নির্ধারিত সময়ে।

সমাজকল্যাণ পরিষদের মাধ্যমে নিবন্ধনপ্রাপ্ত সংস্থাসমূহে অনুদান প্রদানে সহায়তা

রোগী কল্যাণ সমিতিকে অনুদান প্রদান

নিবন্ধণ প্রাপ্ত সংগঠনসমূহে সাধারণ আয়বর্ধক অনুদান  প্রদান

রোগী কল্যাণ সমিতি

নিবন্ধন প্রাপ্ত সাধারণ স্বেচ্ছাসেবী সংগঠন

 

 

 

নির্ধারিত সময়ে উপজেলা সমাজকল্যাণ পরিষদে আবেদন বাছাই করে জাতীয় সমাজকল্যাণ পরিষদে সুপারিশ প্রেরণ করে।